![উলিপুরে জাতীয় ছাত্র সমাজের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/abnews-24.bbbbb_132367.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ২৭ মার্চ, এবিনিউজ: কুড়িগ্রামের উলিপুরে জাতীয় ছাত্র সমাজের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার উদ্যোগে এ উপলক্ষ্যে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে মসজিদুল হুদা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হাতিয়া ইউপি চেয়ারম্যান বি,এম আবুল হোসেন বিএসসি, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুর রফিক, উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আলম মিয়া, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি তুহিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব প্রমূখ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে ডা. আক্কাছ আলী সরকারকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা