
সিরাজগঞ্জ, ২৭ মার্চ, এবিনিউজ: সিরাজগঞ্জের এনায়েতপুরে ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে শাহজাহান আলী (৫১) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এনায়েতপুর থানার বোয়ালকান্দিপূর্ব চরে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান বেয়ালকান্দি চরের মৃত আব্দুল শেখের ছেলে।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান জানান, উক্ত চর এলাকা থেকে সোমবার সন্ধার দিকে ক্ষেতের ফসল নিয়ে বাড়ি ফেরার সময় প্রচন্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কবলে পড়ে শাহজাহান আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা ৫জন আহত হন। তবে ঝড় ও শিলাবৃষ্টিপাতে ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা