শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

ইবিতে খাবার না পাওয়ায় হল প্রাধ্যাক্ষের অফিসে হামলা

ইবিতে খাবার না পাওয়ায় হল প্রাধ্যাক্ষের অফিসে হামলা

ইবি, ২৭ মার্চ, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা দিবসের খাবার না পাওয়ায় লালন শাহ হলের প্রাধ্যাক্ষের অফিসে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে লালন শাহ হলে এ ঘটনা ঘটে।

হল অফিস সূত্রে জানা যায়, খাবার না পাওয়ায় ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন গ্রুপের কর্মী শিহাবসহ ৬-৭জন নেতাকর্মী প্রাধ্যাক্ষ অফিসে যায়। পরে সেখানে হল প্রাধ্যাক্ষকে না পেয়ে তারা হলের দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা জিল্লুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তারা অফিসে থাকা রেজিস্ট্রার খাতা, ওয়াইফাইয়ের রাউডারসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এবিষয়ে হলের শাখা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ‘স্বাধীনতা দিবসের খাবার না পাওয়ায় সভাপতি গ্রুপের কর্মীরা আমার অফিসে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং অফিসের প্রয়োজনীয় নথিপত্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদেরকে আমি খাবার বন্টণের প্রমান দেখালেও তারা আমার কথা বিশ্বাস না করে আমার অফিসে হামলা চালায়।’

এবিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি এবং এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এবিষয়ে ভারপ্রাপ্ত প্রাধ্যাক্ষ ড. তপন কুমার রায় বলেন, ‘বিষয়টি শুনার সাথে সাথে আমি প্রক্টর স্যারকে জানিয়েছি।’

এবিএন/ অনি আতিকুর রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত