বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo

ক্ষেতলালের মুক্তিযোদ্ধারা ক্ষুদ্ধ

ক্ষেতলালের মুক্তিযোদ্ধারা ক্ষুদ্ধ

ক্ষেতলাল (জয়পুরহাট) , ২৭ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদায় সম্মান প্রদর্শন না করার অভিযোগ উঠেছে।

মুক্তিযোদ্ধাদের জন্য উপঢৌকন মেলামাইন প্লেট আনুষ্ঠানিক ভাবে মঞ্চে না দিয়ে মুক্তিযোদ্ধা অস্থায়ী কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে তাৎক্ষনিক উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তারা আংশিক কর্মসূচী বর্জনের ঘোষনা দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, সাবেক কমান্ডার আব্দুল গণি প্রমুখ।

মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা পরবর্তী কর্মসূচী বর্জন করছি । ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা বলেন, অনভিপ্রেত ঘটনা সর্ম্পকে অবগত হয়েছি। উভয় পক্ষের অনুরোধে বিষয়টি আপোষ নিষ্পত্তির চেষ্টা করছি।

মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন বলেন, জনসম্মুখে সম্মানিত না করে আমাদের অস্থায়ী কার্যালয়ে ড্রাইভারের মাধ্যমে উপঢৌকন পাঠানোয় আমরা মর্মহত ও অপমান বোধ করেছি। এর প্রতিবাদ স্বরূপ আমরা দুপুরের খাবারসহ পরবর্তী কর্মসূচী বর্জনের ঘোষনা করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার বলেন, যথাযথ মর্যাদায় মুক্তিযোদ্ধাদের সন্মান প্রদর্শন করা হয়েছে। প্রথম পর্বের অনুষ্ঠান চলাকালে প্রশাসন এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র। পরবর্তিতে বিষয়টি নিয়ে আলাচনায় বসার পর সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সফল ভাবে সমাপ্ত হয়েছে।

এবিএন/মিজানুর রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত