![দুর্গাপুরের কুল্লাগড়া ইউপিতে বিদ্যুৎ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/abnews-24.bbbbbbbb_132379.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ২৭ মার্চ, এবিনিউজ: দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বিপিনগঞ্জ এলাকায় আজ মঙ্গলবার বিকেলে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ৪২১টি পরিবারের মাধ্যমে বিদ্যুৎ উদ্বোধন করা হয়।
বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান ছিলেন, স্থানীয় এমপি ছবি বিশ্বাস। অন্যদের মধ্যে সরকারের সাফল্য তুলে ধরে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির নয়ন, ইউনিয়ন আ.লীগ সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা উজ্জল, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মকবুল হোসেন চৌধুরী, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার করেছেন। এরই ধারাবাহিকতায় আজকে এই প্রত্যন্ত এলাকায় ৪২১টি বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ধীরে ধীরে অন্যান্য সকল গ্রাম গুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা