সিরাজগঞ্জ, ২৭ মার্চ, এবিনিউজ: সিরাজগঞ্জের বেলকুচিতে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ ৬ জন। আহতদের মধ্যে ২ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাজ্জাক চন্দনগাতী কালীবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় চন্দনগাতী কালীবাড়ি গ্রামের আব্দুল মমিন ওরফে লাল চাঁন ও তার ছেলে হামিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, চন্দনগাতী কালীবাড়ি গ্রামে আব্দুর রাজ্জাকের সঙ্গে লাল চাঁনের ছেলে হামিদুল ইসলামে বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন ধরে। এরই জের ধরে সোমবার বিকেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয় এবং উভয় প্রক্ষর মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ২ জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা