সিরাজগঞ্জ, ২৭ মার্চ, এবিনিউজ: সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় পুলিশ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ শাকিল হোসেন (২৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই মহল্লা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত ফরিদ হোসেনের ছেলে এবং ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ওই মহল্লায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা