![শেরপুরে মাই ওয়ান মিনিষ্টার শো-রুমে সেমিনার অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/abnews-24.bbbbbbbbbbbbb_132403.jpg)
শেরপুর (বগুড়া), ২৭ মার্চ, এবিনিউজ: “আমার পণ্য আমার দেশ গড়বো বাংলাদেশ” এই স্লোগানকে সামনের রেখে গতকাল সোমবার বিকেলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাই ওয়ান মিনিষ্টার শো-রুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, শেরপুর শাখার এরিয়া ম্যানেজার রকিবুল মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল বারি ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী, বগুড়া জোনের এডিএম মমিনুর রশিদ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া মাসুদ, কোম্পানীর এমএসও রিপন পারভেজ ও জুলহাস উদ্দিন প্রমূখ।
এছাড়াও সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজিবী সংগঠনের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মো. এজাজ উদ্দিন।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা