শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে

ডোমারে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদর্শনী

ডোমারে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদর্শনী

নীলফামারী, ২৭ মার্চ, এবিনিউজ: মুক্তিযুদ্ধের চেতনাতে ,দেশ গড়ি এক সাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার সোনারায় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আর্থ সামাজিক উন্নয়ন মুলক প্রতিষ্ঠান সৃষ্টি এই চিত্র প্রদর্শনীর আযোজন করে।

ফিরোজ চৌধূরীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদর্শনীতে এ সময় কবি আনোয়ারুল হক, সৃষ্টির সভাপতি বাপ্পি,সম্পাদক স্বপন,সাংবাদিক আহসান হাবিব লাব্বু,রশিদূর হক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ব্যাতিক্রমী এই আয়োজনে স্থানীয় মানুষজন অংশ নিয়ে চিত্র প্রদর্শনীকে সাফল্যমন্ডিত করে তুলেন। অপরদিকে ডোমার পৌরসভার এক নং ওয়ার্ডে লায়ন সংঘের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিড়া,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি তাপস কুমার অধিকারীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। ডেপুটি এ্যার্টনী জেনারেল এ্যাড. মনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু , জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান,সমাজ সেবক রেজাউল করিম রাজু ও ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) ইব্রাহিম খলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন,ডাঃ ওমর ফারুক,সম্পাদক আব্দুস সালাম,কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে খেলাধুলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত