![সিরাজগঞ্জে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/abnews-24.bbbbbbbbbbbbbbb_132409.jpg)
সিরাজগঞ্জ, ২৭ মার্চ, এবিনিউজ: সিরাজগঞ্জের রায়গঞ্জে শিহাব নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নিশ্চিন্তপুর গ্রামের রাকিব আলীর ছেলে ও স্থানীয় হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধার দিকে শিহাব তার পিতার কাছে বেশ কিছু টাকা দাবি করে।
এ টাকা না পেয়ে পিতার সাথে অভিমান করে চাচার ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে বলে তার পরিবারের লোকজন দাবি করেছেন। ঘটনার কিছুক্ষন পর নিহত শিহাবের মা ওই ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার ছেলের লাশ দেখতে পান। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে । এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা