
গণ বিশ্ববিদ্যালয় (সাভার), ২৭ মার্চ, এবিনিউজ: দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজনে ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে গণ বিশ্ববিদ্যালয়। গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও নারী মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা আদিব খানম।
বক্তারা-বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭১ এর সকল মুক্তিযোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দু’জন শিক্ষার্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভাবনার কথা জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও স্বাধীন বাংলা বেতারের গান পরিবশেন করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এবিএন/সারোয়ার জাহান সাগর/জসিম/তোহা