সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

ঢাকা মহানগর মহিলা কলেজে শিক্ষার্থীদের তালা

ঢাকা মহানগর মহিলা কলেজে শিক্ষার্থীদের তালা

ঢাকা, ২৭ মার্চ, এবিনিউজ : এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ঢাকা মহানগর কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, যে কোনো পরীক্ষার প্রবেশপত্র দেয়ার সময় কলেজ কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই বাড়তি টাকা আদায় করে। এবারও টাকা চেয়েছে। কারও কাছ থেকে পাঁচ হাজার, কারও কাছ থেকে তিন হাজার।

ফারিহা নামে এক বিক্ষুব্ধ শিক্ষার্থী বলেন, ‘আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

জিনিয়া নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘এর আগেও বিভিন্ন পরীক্ষার সময় টাকা চাওয়া হয়েছে। আমার কাছ থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না বলে জানিয়েছে।’ঢাকা মহানগর মহিলা কলেজে শিক্ষার্থীদের তালা

ওই শিক্ষার্থী অভিযোগ করে আরও বলেন, কলেজের অধ্যক্ষ আফসানা হাসান প্রবেশপত্র দেয়ার সময় এই বাড়তি টাকা নিয়ে থাকেন। আজ মঙ্গলবার প্রবেশপত্র দেয়ার কথা ছিল কিন্তু দেয়া হয়নি। অথচ ২ তারিখে আমাদের পরীক্ষা শুরু।’

অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ আফসানা হাসান সাংবাদিকদের বলেন, নিয়মের বাইরে কোনো টাকা নেয়া হয়নি। বিষয়টি মীমাংসা হয়েছে। কারও কাছ থেকে আর টাকা নেয়া হবে না। আগে যাদের টাকা নেয়া হয়েছে তা ফেরত দেয়া হবে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত