![পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_132425.jpg)
পাইকগাছা (খুলনা) ২৭ মার্চ, এবিনিউজ: গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা পরিষদ, পৌরসভা ও পাইকগাছা থানার পক্ষে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে উপজেলা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আওয়ামীলীগ এর পক্ষে শেখ মনিরুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ,
বিএনপি’র পক্ষে সংগঠনের উপজেলা আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক এড. জি এম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু ও আসলাম পারভেজসহ দলীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টি’র পক্ষে উপজেলা আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরসহ দলীয় নেতৃবৃন্দ, জাকের পার্টি, কমিউনিস্ট পার্টি, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা কলেজ এর পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডলসহ শিক্ষকমন্ডলী, ফসিয়ার রহমান মহিলা কলেজ এর পক্ষে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামসহ শিক্ষকমন্ডলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে ডাঃ সুজন কুমার সরকার, সরকারি উচ্চ বিদ্যালয় এর পক্ষে মোঃ আঃ গপ্ফার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর পক্ষে অজিত কুমার সরকার, আইনজীবী সমিতির পক্ষে এড. পঙ্কজ কুমার ধর ও এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাব এর পক্ষে সভাপতি এফ এম এ রাজ্জাক, সম্পাদক এম মোসলেম উদ্দীন, মফস্বল সাংবাদিক ফোরাম এর পক্ষে সভাপতি আব্দুল আজিজ,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর পক্ষে জেলা সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, পূজা উদযাপন পরিষদ এর পক্ষে উপজেলা সভাপতি সমীরন সাধু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মনø, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, বনানী সংঘ, উপকূল সাহিত্য পরিষদ, শিব্সা সাহিত্য অঙ্গন, দূর্নীতি প্রতিরোধ কমিটি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমিতি লিঃ, রাড়–লী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর পক্ষে চেয়ারম্যান পঞ্চানন সানা, পাইকগাছা চিংড়ী বিপনন সমবায় সমিতি লিঃসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর সকাল ৮ টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন স¤প্রচার, কুচকাওয়াজ, দূর্নীতি বিরোধী ডিসপ্লে, পোস্টার প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও শরীরচর্চা প্রদর্শন করেন মুুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, রোভার, স্কাউটস, গালর্স গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান, বিকাল সাড়ে ৪ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য ও উন্নয়ন অগ্রগতি” বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী করা হয়। দিনব্যাপী এ সকল অনুষ্ঠান পরিচালনা করেন এড. শফিকুল ইসলাম কচি, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, প্রভাষক ময়নুল ইসলাম, লুৎফা ইসলাম, মাসুদুর রহমান মন্টু, রেবা আক্তার কুসুম ও বজলুর রহমান।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/তোহা