![দুপচাঁচিয়ায় বিশ্ব পানি দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/rally_abnews_132426.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ২৭ মার্চ, এবিনিউজ : বিশ্ব পানি দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন চত্বর থেকে এক র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও অফিস সুপার সিরাজুল হক মন্টুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল করিম।
আরো বক্তব্য রাখেন- মক্তিযোদ্ধা সুজ্জাত আলী, অধ্যক্ষ আব্দুল মজিদ, মাও. ইউসুফ আলী, ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাও. আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক এম, সরওয়ার খান প্রমুখ।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এমসি