শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত

পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত

পাইকগাছা (খুলনা) ২৭ মার্চ, এবিনিউজ: নানা আয়োজনের মধ্য দিয়ে পৃথক পৃথকভাবে খুলনার পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে একটি র‌্যালি উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল গফফার, আওয়ামীলীগনেতা অবঃ অধ্যক্ষ লুৎফর রহমান। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক ইমরুল ইসলাম,

প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, শিল্পী পারভীন, পাপিয়া সরোয়ার, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোজাহার আলী, নবলোকের ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, শিক্ষার্থী আসির ফয়সার, তুর্যাচার্য্য ও তরিকুল ইসলাম। অনুরুপভাবে পাইকগাছা পৌরসভা ও নবলোকের উদ্যোগে ও ওয়াটার এইড এর সহযোগিতায় পৌরসভা শহীদ মিনার চত্ত্বরে কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রনজু’র সভাপতিত্বে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল,

পৌর কাউন্সিলর কবিতা দাশ, আসমা আহম্মেদ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি এড. মোর্তজা জামান আলমগীর রুলু, নবলোকের ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ। অনুষ্ঠানে পৌরবাসীর মধ্যে হাতধোয়া মিনি পানির ট্যাংক ও নিরাপদ পানির ঢাকনা বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত