
পাইকগাছা (খুলনা) ২৭ মার্চ, এবিনিউজ: খুলনার পাইকগাছায় মটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত ও একজন মারাত্মক আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার শ্যামনগর গ্রামের সাঈদ মোল্ল্যার ছেলে বাবু (১৪) ও একই এলাকার রহমত গাজীর ছেলে বাবুর সহপাঠি ফয়সাল মোটরসাইকেলে যোগে গতকাল সোমবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে আগড়ঘাটার শামছুন্নাহার বালিকা বিদ্যালয়ের যাচ্ছিল।
পথিমধ্যে ফজলু মিস্ত্রী মোড় (আমতলা) নামকস্থানে পৌছালে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝায় একটি নছিমনে সাথে ধাক্কালেগে চালক ফয়সাল ও আরোহী বাবু ছিটকে পড়ে। স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার মন্ডল বাবুকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/তোহা