শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নাসিরনগরে বিএনপি ও ছাত্রদলের হামলায় ৪ পুলিশ কর্মকর্তা আহত

নাসিরনগরে বিএনপি ও ছাত্রদলের হামলায় ৪ পুলিশ কর্মকর্তা আহত

নাসিরনগরে বিএনপি ও ছাত্রদলের হামলায় ৪ পুলিশ কর্মকর্তা আহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৭ মার্চ, এবিনিউজ: গতকাল সোমবার সকাল ১১ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিএনপি ও ছাত্রদল কর্মির হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মকতা ও ১ কনষ্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন পুলিশের এস,আই কাউছার হোসাইন, এস, আই সাধন কান্তি চৌধুরী, এ,এস,আই ত্রিধীপ পালিত ও কনষ্টেবল জুয়েল আহমেদ। পুলিশ জানায় ঘটনার সময় উপজেলা বিএনপি ও ছাত্রদলের কর্মীরা উচ্চ স্বরে মিছিল করছিল।

পুলিশ উচ্চ স্বরে না করে শান্তি পূর্ণ ভাবে সমাবেশ করার কথা বললে এ সময় ছাত্রদল কর্মীরা ক্ষীপ্ত হয়ে পুলিশের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সদর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মোঃ শরিফ উদ্দিন এস আই কাউছার হোসাইনকে কিল,ঘুষি মারতে শুরু করে। এ সময় ছাত্রদলের অন্যান্য কর্মীরা পুলিশকে লক্ষ্য করে মারপিট শুরু করলে তিন পুলিশ কর্মকর্তা ও এক কনষ্টেবল আহত হয়। পুলিশও আত্ম রক্ষার্থে পাল্টা আক্রমন করে। এসময় পুলিশ ঘটনার স্থল থেকে উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ জামাল মিয়া ও সদর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. শরিফ উদ্দিনকে আটক করে।

এ সময় দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসার শিক্ষক ও দৈনিক নয়াদিগন্তের নাসিরনগর উপজেলা প্রতিনিধি পুলিশের হামলার শিকার হন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর এ প্রতিনিধিকে জানান মঙ্গলবার তাদেরকে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত