শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়, ২৭ মার্চ, এবিনিউজ : পঞ্চগড়ে বিশ্বনাট্যদিবস পালিত হয়েছে। নাট্যদল ভূমিজের আয়োজনে আজ মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে শেষ হয়। পরে সরকারি অডিটোরিয়ামের সামনে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পঞ্চগড়ের লেখক, কবি, সাংবাদিক, নাট্যকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা যাত্রা ফেডারেশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাাহাজালাল, ভূমিজের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রহ্লাদ চন্দ্র বর্মণ, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের নাট্যকর্মী অপু প্রমুখ।

বক্তারা বলেন, ভৌগলিকভাবে ভারত, নেপাল, ভূটান এবং চীনের মিলন স্থল পঞ্চগড় জেলা। এই এলাকার সংস্কৃতির সাথে এই কয়েকটি দেশের সংস্কৃতির মেলবন্ধনের ঐতিহ্য রয়েছে। তাই এই এলাকায় একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এই জেলার মানুষ যেমন সমৃদ্ধ হবে, তেমনি দেশের অর্থনীতিসহ সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে।

বিশ্বনাট্য দিবস উপলক্ষে সন্ধ্যায় মুক্তমঞ্চে নাটকের গান এবং অনুনাটক পরিবেশন করবে নাট্যদল ভূমিজ।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত