![শেরপুরে সাংবাদিক জাহাঙ্গীর ইসলামের পিতার মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/sherpur-(bogra)_132438.jpg)
শেরপুর (বগুড়া), ২৭ মার্চ, এবিনিউজ : দৈনিক যুগান্তর পত্রিকার শেরপুর (বগুড়া) প্রতিনিধি জাহাঙ্গীর ইসলামের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক,বিশিষ্ট সমাজসেবক,কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কাজিপুরের টেংরা হাটা কলেজের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম (৭৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্না...........রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, আজ ২৬ মার্চ সকালে তার শারিরিক অসুস্থতা দেখা দিলে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংবাদিক সমাজ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি