বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সারিয়াকান্দিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া), ২৭ মার্চ, এবিনিউজ : বগুড়ার সারিয়াকান্দিতে হাটশেরপুর উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে পৃথক দুইটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আয়োজিত দুইটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিদ্যালয় গুলোর নব-নির্মিত সভাকক্ষ ও সিমানা প্রাচীর উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, চালুয়াবাড়ী ইউপি চেয়াম্যান সওকত আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলওয়াকী শিলু প্রমুখ।

হাটশেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সবুজ মিয়া। হাটশেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একইদিনে হাটশেরপুর ইউপি চেয়ারম্যান ও খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান করা হয়।

খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শাফী ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এফাজ উদ্দিন, আব্দুল আলিমসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/লিটন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত