![দেশের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে: নবী নেওয়াজ (এমপি)](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/kortchadpur-map_132449.jpg)
কোটচাঁদপুর (ঝিনাইদহ), ২৭ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ বলেছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একত্রে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার কোটচাঁদপুরের পৌর ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুরনেসা মিকি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, কাজী আলমগীর, আব্দুর রউফ। পরে সংসদ সদস্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এবিএন/সুব্রত সরকার/জসিম/এমসি