![কচাকাটায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/dead_abnews_132450.jpg)
কচাকাটা (কুড়িগ্রাম), ২৭ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় লাভলী বেগম (২৫), গলায় ফাঁস দিয়ে রহস্য জনক ভাবে মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১.০০টার সময় কচাকাটা থানার কেদার ইউনিয়নের টাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার আগের দিন তার স্বামীর বাড়ীতে ঝগড়া বিবাদ লাগে এবং ঘটনার দিন সকালেও ঝগড়া বাদলে লাভলী বেগম সহ্য করতে না পেরে গোপনে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেন।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে জানতে চাইলে উপস্থিত এলাকাবাসী বলেন লাভলী বেগমকে নির্যাতন করা হয়েছে আবার কেউ বলে সে নিজে আতœহত্যা করেছে। কচাকাটা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।
থানা সূত্রে জানা যায়, নিহত লাভলী বেগমের ছোট ভাই বাদী হয়ে কচাকাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেন যার নং- ৫০৫/২৬-০৩-২০১৮ইং।
এবিএন/মনিরুল ইসলাম মিলন/জসিম/এমসি