
টাঙ্গাইল, ২৭ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইলে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা তথ্য অফিস ও গণসংযোগ অধিদপ্তরের আয়োজনে শিশু একাডেমী প্রাঙ্গনে শুরু হয়েছে শিশু মেলা।
শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
পরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইলিয়াস কবির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান রুমা খান ও শিশু একাডেমীর সংগঠক মো. শফিকুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসন। এর আগে উদ্বোধনের পর অতিথিবৃন্দরা মেলার সকল স্টল পরিদর্শন করেন।
এবিএন/তারেক/জসিম/এমসি