![পলাশবাড়ীতে বিশ্ব পানি দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/rally_abnews_132478.jpg)
গাইবান্ধা, ২৭ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার একটি র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান ও উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেন প্রমুখ।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি