![ঢাবি শিক্ষককে ছাত্রলীগের অবাঞ্ছিত ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/du_132483.jpg)
ঢাকা, ২৭ মার্চ, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোরশেদ হাসান খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় ‘জ্যোতিমর্য় জিয়া’ শিরোনামে এক লেখায় বঙ্গবন্ধুকে অবমাননা ও ইতিহাস বিকৃতির অভিযোগ এনে এ অধ্যাপককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা দেয় ছাত্রলীগ। অধ্যাপক মোরশেদ হাসান খান বিএনপিপন্থি সাদা দলের যুগ্ম-আহ্বায়ক।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমরা জানতে চাই জিয়াউর রহমান কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? মুক্তিযুদ্ধে কি তার ভূমিকা ছিল জাতি আজ জানতে চায়। ইতিহাস বিকৃতি করার মতো যে স্পর্ধা মোরশেদ হোসেন খান দেখিয়েছেন তার জন্য আমরা তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।’ এসময় তিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের এ শিক্ষককের ক্লাস বর্জনের আহ্বান জানান।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কিভাবে দাবি আদায় করতে হয় তা ছাত্রলীগের জানা আছে। ছাত্রলীগ কোনো অবস্থায় ছাড় দেবে না।’
আগামীকাল বুধবার বেলা ১১ টায় অধ্যাপক মোরশেদ হাসান থানের বরখাস্ত চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপির কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে মোরশেদ হাসানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক সাগর হোসেন সোহাগ, সহ-সম্পাদক পিয়াল হাসান প্রমুখ।
এবিএন/মমিন/জসিম