শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুমিল্লার প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা, ২৮ মার্চ, এবিনিউজ : ‘বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পূর্ণ কেন্দ্রিভূত। এতে স্থানীয় সরকার প্রতিনিধি, এমনকি সংসদ সদস্যদেরও অংশগ্রহণের তেমন একটা সুযোগ নেই। বিদ্যমান নিয়ম অনুযায়ি বাজেট চক্র যে চারটি ধাপের মাধ্যমে আবর্তিত হয় তার কোথাও জন অংশগ্রহণের সুযোগ নেই।

জাতীয় সংসদে যে বাজেট আলোচনা হয় তা সর্বোচ্চ ২৪-২৫ দিন স্থায়ী হয়। তাতে সকল সংসদ সদস্যের অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ থাকে না। আমাদের সংবিধানে অনুয়ায়ী জনগনই সকল ক্ষমতার উৎস। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে গতিশীল ও কার্যকর করতে বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ ও জনগনের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জাতীয় বাজেটে প্রণয়নে সব পর্যায়ে (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা) জনঅংশগ্রহণ ও জনচাহিদার বিষয়টি নিশ্চিত করতে হবে, পাশাপাশি জেলা পরিষদকে কার্যকর ও তাদের মাধ্যমে জেলা বাজেটের সমন্বয়ে কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করতে হবে।’ গতকাল দাতা সংস্থা একশন এইডের আর্থিক সহযোগিতায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও বেসরকারী উন্নয়ন সংস্থা দর্পণ এর উদ্যোগে দর্পণের অপরাজিতা সম্মেলন কক্ষে আয়োজিত “জাতীয় বাজেট: জন অংশগ্রহণ ও বিকেন্দ্রীকরণ” শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় বক্তাগন এ কথাগুলি বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান এবং কুমিল্লা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সভাপতি আবুল হাসানাত বাবুল।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক ও দর্পণ এর নির্বাহী পরিচালক মো: মাহবুব মোর্শেদ। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন দর্পণ এর প্রোগ্রাম অফিসার আফসানা আফরোজ জুঁই।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নেহার বেগম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী কুমিল্লা জেলার সভাপতি নাগমা মোর্শেদ, সাংবাদিক মাহাবুব আলম বাবু, রোটারী ক্লাব অব সানরাইজ এর প্রেসিডেন্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, আরএইচডিও এর নির্বাহী পরিচালক কাজী মাহতাব, এইচডিওর নির্বাহী পরিচালক পারভীন হাসান, কুমিল্লা ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক এন,কে রিপন এবং সাংবাদিক শাকিল মোল্লা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্পণ অ্যাক্টিভিষ্ট গ্রুপের টিম লিডার তানজিনা রহমান। অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্ব পালন দর্পণ এর প্রকল্প পরিচালক রাখি খানম, সহকারী প্রকল্প পরিচালক মো: আবুল হাসেম এবং প্রোগ্রাম অফিসার নূর জান্নাত মুনিয়া।

এবিএন/শাকিল মোল্লা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত