![কাউখালীতে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/kaukhali--scout_132522.jpg)
কাউখালী, ২৮ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু হয়েছে।
"প্রযুক্তিনির্ভর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে স্কাউটিং" এই থিম নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ক্যাম্পুরী ও সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্কাউট পতাকা উত্তোলন করেন উপজেলা স্কাউটস এর কমিশনার সুব্রত রায় ও থিম পতাকা উত্তোলন করেন উপজেলা স্কাউটস এর সম্পাদক বাবর তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির প্রমুখ।
এছাড়াও কর্মসূচি প্রধান, উপ-প্রধান, সহকারী প্রধান ও কাব-স্কাউটসের প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদরাসার তিন শতাধিক কাব ও স্কাউট শিশু অংশ নেয়। আগামী ২৯ মার্চ মহা তাবু জলসা ও ক্যাম্প ফায়ার শেষে ৩০ মার্চ সকলে ক্যাম্প ত্যাগ করবে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর