![দৌলতপুরে মুক্তিযোদ্ধা মুনসুর আলীর ইন্তেকাল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/d-pur-intekal_132523.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ২৮ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বুধবার বেলা ১১ টায় দৌলতপুর গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দাফন করা হয়। এসময় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়াম লীগের সভাপিতি আফাজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির সহ তার সহযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
মনছুর আলীর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামলীগের সভাপিতি আফাজ উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
এবিএন/জহুরুল হক/জসিম/নির্ঝর