
তালা, ২৮ মার্চ, এবিনিউজ : তালা মহিলা ডিগ্রী কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে তালা মহিলা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান।
অনুষ্ঠানে উপাধাক্ষ্য শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজু,তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ।
এসময় উক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/সেলিম হায়দার /জসিম/নির্ঝর