শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সদরপুরে অগ্রনী বুদ্ধি প্রতিবন্ধি শিশু সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন

সদরপুরে অগ্রনী বুদ্ধি প্রতিবন্ধি শিশু সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন

সদরপুরে অগ্রনী বুদ্ধি প্রতিবন্ধি শিশু সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন

সদরপুর(ফরিদপুর) , ২৮ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে বেসরকারি প্রতিষ্ঠান অগ্রনী বুদ্ধি প্রতিবন্ধি শিশু সেবা নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে এ শিশু সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপপরিচালক এ,এস,এস মঈনূল আহসান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, সদরপুর যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, অগ্রনী বুদ্ধি প্রতিবন্ধি শিশু সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রহিমা খাতুন, প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন মৃধা, আনসার ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ বুলবুল আহম্মেদ, প্রধান শিক্ষক আবু বকর তালুকদার, বিআরডিপি চেয়ারম্যা কাজী খলিলুর রহমান,মোঃ ইমারত হোসেন বাচ্চু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হাসান প্রমুখ।

বৃদ্ধি প্রতিবন্ধি সেবা প্রতিষ্ঠানে উপজেলার বুদ্ধি প্রতিবন্ধিদের শিক্ষা ব্যবস্থা ও তাদের মান উন্নয়নে এ প্রতিষ্ঠান কাজ করে যাবে বলে জানান প্রতিষ্ঠানের প্রধান। বর্তমানে সেবা প্রতিষ্ঠানে ১৫জন বুদ্ধি প্রতিবন্ধি রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধিদের এখানে আনা হবে বলেও জানান।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত