![মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল শ্রীমঙ্গলের ইনার হুইল ক্লাব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/srimongol_132530.jpg)
শ্রীমঙ্গল, ২৮ মার্চ, এবিনিউজ : মৌলভীবাজারেরর শ্রীমঙ্গলে ৮ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ইনার হুইল ক্লাব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সম্মাননা দেয়া হয়।
এ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি রীতা দত্ত।
ক্লাবের সদস্য অনিমা দত্ত করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. হরিপদ রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. পুস্পিতা খাস্তগীর। বক্তব্য রাখেন-- সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ অাচার্য, শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, ডা. বিনেন্দু ভৌমিক, প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যােতি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন অধ্যক্ষ দিল অাফরোজ ও ডা. পুস্পিতা খাস্তগীর।
অনুষ্ঠানে ৫ মুক্তিযোদ্ধা ও ৩ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এছাড়াও ২ অসচ্ছল মুক্তিযোদ্ধা ও ২ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে অার্থিক অনুদান দেয়া হয়।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর