![ভালুকায় দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/cake_abnews_132535.jpg)
ভালুকা (ময়মনসিংহ), ২৮ মার্চ, এবিনিউজ : “সময়ের সাথে উন্নয়নের পথে”শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জনপ্রিয় দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৮ পালিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে এই কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
ভালুকা প্রতিনিধি জাহিদুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান মানিক (ইত্তেফাক), সাধারণ সম্পাদক মো. ফিরুজ খান (আরটিভি), সাবেক সভাপতি আ. আউয়াল ডালী (আজকের বাংলাদেশ)।
আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক আলমগীর হোসেন (এনটিভি), আ. ওয়াদুদ (যায়যায়দিন), শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ), আতাউর রহমান তরফদার (সংবাদ), মো. ফুরাদ মিয়া (প্রথম আলো), হাদিকুর রহমান হাদিস, শাহাবউদ্দিন আহম্মেদ, কামরুল আরেফিন, হাসান আহম্মেদ, সাংবাদিক আরিফ প্রমুখ।
এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/এমসি