![কচুয়ায় সাংবাদিকের মৃত্যুতে স্মরনসভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/kachua-soron-sova_132538.jpg)
কচুয়া(বাগেরহাট) , ২৮ মার্চ, এবিনিউজ : কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সময়ের খবরের উপজেলা প্রতিনিধি নেয়ামুল হক শাহিনের অকাল মৃত্যুতে মঙ্গলবার বিকালে এক স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভায় প্রেসক্লাবের সভাপতি তুষার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এ্যাভোকেট মীর শওকাত আলী বাদশা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, এমপি পত্নী বেবী মোর্শেদা খানম, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, মৎস্য কর্মকর্তা রাসেল, ওসি রবিউল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, অধ্যক্ষ সাইফুল ইসলাম, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, কচুয়া ডিগ্রী কলেজের সহ-অধ্যক্ষ নাজমুল হুদা মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা,বাগেরহাট ও কচুয়া উপজেলার সাংবাদিকবৃদসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এবিএন/শুভংকর দাস বাচ্চু/জসিম/নির্ঝর