বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিলেট থেকে অপহৃত ব্যক্তি আখাউড়ায় উদ্ধার

সিলেট থেকে অপহৃত ব্যক্তি আখাউড়ায় উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ২৮ মার্চ, এবিনিউজ : সিলেট থেকে অপহরণ করে আখাউড়ায় এনে আটকে রাখা ফখরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে সিলেট কোতওয়ালি থানা পুলিশের একটি দল। আজ বুধবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল গ্রামের ফিরোজ মিয়ার বাড়ি থেকে ওই ব্যক্তিকে উদ্ধারা করা হয়।

এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের রবিন আহাম্মদ (২৬), লিটন খান (২৯), জুম্মান ইসলাম (২১), গোয়াল গাঙ্গাইল গ্রামের মাহবুব রহমান (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘরের জোবায়ের (২৫)।

সিলেট কোতওয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক খোকন দাস দুপুরে আখাউড়া থানায় সাংবাদিকদের জানান, গত ২৫ মার্চ সিলেটের শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম (৬০)কে অপহরণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল গ্রাম থেকে ফখরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।

এসময় ৫ অপহরণকারীকেও আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে সিলেটে নিয়ে যাচ্ছি। আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, সম্ভবত টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কারণে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

এবিএন/হান্নান খাদেম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত