![খোকসায় ৩ দিনের নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/khoksha-nari-prosikkhon_132543.jpg)
খোকসা (কুষ্টিয়া) , ২৮ মার্চ, এবিনিউজ : অর্থনৈতিকভাবে নারীকে স্বাবলম্বী করতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর উদ্যোগে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাড়ীর আঙ্গিনায় শাক সবজি চাষাবাদ ও ব্যবস্থাপনার উপর তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা বৈকুণ্ঠ কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু পদ সাহা ।
গ্রামের অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে ২৯ তম ব্যাচের বিভিন্ন এলাকা থেকে আগত ৫০ নারীদের তিনদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সংক্ষেপে ( পিডিবিএফ ) বরাবরই অসহায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন। এরই অংশ হিসাবে ২৯ তম ব্যাচে ৫০ জন নারীদেরকে স্বাবলম্বী করতে এ প্রশিক্ষণ দেওয় হয়।
এবিএন/ সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর