![খোকসা পৌরসভার মাসিক সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/khoksha-pourosova_132544.jpg)
খোকসা (কুষ্টিয়া) , ২৮ মার্চ, এবিনিউজ : পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত কল্পে আজ বুধবার সকালে খোকসা পৌরসভায় মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
খোকসা পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে পৌরসভার সকল কমিশনার প্যানেল মেয়র গন্যমান্য পৌরবাসীর উপস্থিতিতে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার সচিব মোঃ আব্দুল হান্নান ও সকল কাউন্সিলর বৃন্দ এবং খোকসা পৌরসভার কমর্কতা-কর্মচারী বৃন্দ।
উক্ত মাসিক সভায় পৌর নাগরিকের বিভিন্ন সমাস্যা সমাধানে করনীয় বিষয়ে আলোচনা ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনা করা হয়।
এবিএন/ সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর