শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
কুমিল্লা-১ আসন সীমানা পূর্নবহালের দাবি

হাসানপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

হাসানপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দাউদকান্দি (কুমিল্লা), ২৮ মার্চ, এবিনিউজ : কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন সীমানা পূর্নবহালের দাবিতে দাউদকান্দির হাসানপুরে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে অবরোধ কর্মসুচি করেছে স্থানীয় ছাত্রলীগ।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে হাসানপুর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধে উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ ব্যার্থ হন।হাসানপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধপরে দুপুর সাড়ে ১২টায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে আলোচনা করে আশ্বস্ত করলে তারা রাস্তা ছেড়ে দেন।

উল্লেখ্য, ২০০৮ সালে সংসদীয় আসনের ব্যাপক পরিবর্তন হলে দাউদকান্দি ও মেঘনা নিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন গঠিত হয়। গত ১৪ মার্চ নির্বাচন কমিশন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) থেকে মেঘনা উপজেলাকে হোমনা উপজেলার সাথে এনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকার খসড়া তালিকা প্রকাশ করে।

এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত