শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মাদারীপুরে পুলিশের স্বাধীনতা দিবস পালন

মাদারীপুরে পুলিশের স্বাধীনতা দিবস পালন

মাদারীপুর, ২৮ মার্চ, এবিনিউজ : মাদারীপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় (হাডুডু) কাবডি খেলা প্রতিযোগিতা খেলা জেলা পুলিশ এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে আজ বুধবার সকাল ১০টায় দিকে এক আনন্দ মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।

বাংলাদেশের এই খেলা কমে গেলেও গ্রাম বাংলায় বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে হাডুডুু খেলার একটা প্রচন এখনো অনেক গ্রামগঞ্জে রয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই (হা-ডু-ডু)কাবডি খেলা দেখতে এখনো অনেক মানুষের ঢল নামে।

গ্রামের মানুষ তাদের গ্রামীণ ঐতিহ্যের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নির্মল আনন্দ এই খেলার মাঝে খুজে পাওয়ার চেষ্টা করে। এই খেলা আয়োজনের মধ্য দিয়ে এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখি করে তোলার আশাবাদ প্রকাশ করেন আযোজকরা।

কাবাডি (হা-ডু-ডু) খেলার প্রতিযোগিতায় দুই গ্রুপে ছয়টি দল অংশগ্রহণ করে। তারা হল সদর মডেল থানা দল, শিবচর থানা দল, কালকিনি থানা দল, রাজৈর থানা দল, ডাসার থানা দল ও পুলিশ লাইন্স দল। উদ্বোধনী খেলায় শক্তিশালী মাদরীপুর সদর মডেল থানা দল ও র্দূধর্ষ শিবচর থানা দল অংশগ্রহণ করে। সদর মডেল থানা দল ৩১-২১ পয়েন্টে শিবচর থানা দলকে হারিয়ে বিজয় লাভ করে।

মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা (হা-ডু-ডু) কাবাডি খেলা উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান খান( কালু), সাবেক মেয়র নুরেআলম বাবু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও আহ্বায়ক স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা টুর্নামেন্ট কমিটি ২০১৮, সাবেক মাদরীপুর পৌরসভার চেয়ারম্যান খলিলুর রহমান খান, স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব, সদর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুকদেব, জেলা ক্রীড়া সংস্থার যুসাধারণ সম্পাদক জামিল হোসেন মনিরসহ জেলার সকল থানার ওসি ও অফিসারবৃন্দ।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত