
গোদাগাড়ী (রাজশাহী), ২৮ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী রিশিকুল ইউনিয়নের মান্ডইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার সময় কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আয়োজনে “জানবে বিশ্ব জানবে দেশ দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ” -এই শ্লগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মান্ডইল বাজার ও রিশিকুল ইউনিয়নের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় কারিতাসের প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা তাইবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শহিদুল ইসলাম টুলু।
আরও উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,প্রকল্পের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম, সোলার ইন্জিনিয়ার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, ইউপি সদস্যগণ, এলাকার সুধীজনসহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বলেন, বেশি করে গাছ লাগাতে হবে ও ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে।
আলোচনা সভা শেষে চারা রোপণের কলা কৌশল বর্ণনা করে সকল শিক্ষার্থীদের মাঝে ৫৬০টি আম্রপালি আম ও লিচু গাছের চারা তুলে দেওয়া হয়।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি