![ইবিতে মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক ‘শেফালীর মা’ মঞ্চস্থ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/abnews-24_132554.jpg)
ইবি (কুষ্টিয়া), ২৮ মার্চ, এবিনিউজ: মহান স্বাধীনতা দিবস ২০১৮ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত পথনাটক ‘শেফালীর মা’ মঞ্চস্থ হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্ত্বরে নাটকটি মঞ্চস্থ হয়।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) প্রযোজনায় ও আদনান হোসেন চৌধুরীর নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তন্ময় সেন, শারমিন আক্তার, হাসিবুল ইসলাম, বিপাশা, আছিফ, মৌ, আশিক পাটওয়ারী, নিশাত, রাব্বি, মুইদ প্রমূখ।
তরুণ নাট্যকার শাহরিয়ার সোহাগের রচনায় নাটকটিতে মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল-বদরদের বর্বরতা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশেও তাদের দৌরাত্ম উঠে আসে। একইসাথে মুক্তিযুদ্ধে অংগ্রহণকারী বীরাঙ্গনাদের করুণ আর্তিও উঠে আসে নাটকটিতে।
নাটক মঞ্চায়নকালে এর সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের অর্থ সম্পাদক অনি আতিকুর রহমান। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন, সাধারণ সম্পাদক আশিক বনি, এনামুল হক, সাগর, হিমু, আশরাফুল, শংকর প্রমুখ।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা