![গফরগাঁওয়ে চেতনা নাশক স্প্রে করে র্সবস্ব লুট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/abnews-24.bb_132556.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ২৮ মার্চ, এবিনিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরের জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়েছে অজ্ঞাত র্দূবৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যবসায়ী মুশফিকুর রহমান পলাশের বাসায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাসা ভাড়া নিয়ে ব্যবসায়ী মুশফিকুর রহমান পলাশের স্ত্রী সাহিদা বেগম ও ছেলে ৭ম শ্রেণীর শিক্ষার্থী তোয়াসিন(১৩)কে নিয়ে বসবাস করেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষে সকলেই ঘুমাতে যান। গভীর রাতে অজ্ঞাত দুর্বত্তের দল জানালার ফাঁক দিয়ে চেতনা নাশক স্প্রে করে মা ছেলেকে অজ্ঞান করে । পরে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস লুটে নেয়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ক্ষতিগ্রস্ত মুশফিকুর রহমান পলাশের ভাই সোহাগ মিয়া বলেন, অভিনব কায়দায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটনানোয় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা