![উলিপুরে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/abnews-24.bbbb_132558.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ২৮ মার্চ, এবিনিউজ: কুড়িগ্রামের উলিপুরে অতিরিক্ত পুলিশ সুপারের প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় শহরের গবা মোড়ে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সভাপতি আপন আলমগীর, সাংবাদিক কামরুজ্জামান স্বাধীন প্রমূখ।
পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলী অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল মাহমুদ হাসানের দ্রুত প্রত্যাহারের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন।
উল্লেখ্য তিনি উলিপুরের মাটি ও মানুষকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। উপজেলার থেতরাই ইউনিয়নের দুই মেয়েকে গৃহকর্মী হিসেবে বাসায় রেখে পরিবার এমনকি বাবা-মার সাথেও সাক্ষাৎ করতে দেন না বলে মেয়ে দুইটির বাবা জাহাঙ্গীর কবিরাজ সাংবাদিকদের অভিযোগ করেন। এছাড়া বিভিন্ন মামলায় বাদি ও বিবাদিদের কাছে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নিজের কাছে রেখে দেয়ারও গুরুতর অভিযোগ রয়েছে।
এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা