![রায়পুর নাগরিক ফাউন্ডেশন এর নির্বাচন সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/abnews-24.bbbbb_132559.jpg)
লক্ষ্মীপুর, ২৮ মার্চ, এবিনিউজ: জেলার রায়পুর উপজেলার নাগরিকদের জনপ্রিয় সংগঠন‘রায়পুর নাগরিক ফাউন্ডেশন’ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রাতে সংগঠনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাজী শহিদ ইসলাম পাপুল চেয়ারম্যান, কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ মহাসচিব ও সাংবাদিক সাঈদ হোসেন নিক্সনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সদস্যদের মধ্যে অন্যান্যরা হলেন, সাংবাদিক শফিউল আজম চৌধুরী জুয়েল কো-চেয়ারম্যান, মাঈন উদ্দিন ভূইয়া খোকন ভাইস চেয়ারম্যান, এম এ রহিম সিনিয়র যুগ্ম-মহাসচিব, প্রকৌশলী নজরুল ইসলাম রাজু যুগ্ম-মহাসচিব, ডি এইচ দুলাল অর্থ সম্পাদক, সোহেল আলম দপ্তর সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মঞ্জুরুল আলম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এডভোকেট আবুল কালাম আজাদ আইন বিষয়ক সম্পাদক, সাংবাদিক সংকর মজুমদার শিক্ষা সাহিত্য ও গবেশনা সম্পাদক, সাংবাদিক এম আর সুমন তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক, এম আর হায়দার অপু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মাওলানা শাসছুল আলম ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক, কাউন্সিলর নাজমে আরা মনি মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক,
কার্যকরী সদস্যরা হলেন, এডভোকেট আব্দুল মান্নান মুন্সি, আলহাজ্ব মোঃ শাহ জাহান, কমিশনার নাজমুল কাদের গুলজার, ইউপি চেয়ারম্যান শাহ জাহান কামাল, এডভোকেট ইউছুফ জালাল কিছমত, সাবেক কাউন্সেল আনোয়ার হোসেন বাহার মুন্সি, প্রিন্সিপাল মাওলানা আবু নাইম মোহাম্মদ নিজাম, মাষ্টার মঞ্জুর কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান আনচার উল্লাহ, হেদায়েত উল্লাহ মাষ্টার, কবির আহমেদ পাটওয়ারী, উত্তম শাহা, কাউন্সিলর শামছুন্নাহার লিলি, জয়দেব বনিক, মাষ্টার আবুল কাশেম বাহার।
নব-নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক কাজী শহিদ ইসলাম পাপুল নির্বাচন পরবর্তি এক সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বলেন, রায়পুরের আপাময় জনগোষ্ঠির সার্বিক উন্নয়ই রায়পুর ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি আরো বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান, তৃনমূল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা ও উপজেলার নাগরিকদের সকল সমস্যা সমাধানে রায়পুর নাগরিক ফাউন্ডেশন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তিনি সংগঠনকে গতিশীল করতে সংগঠনের তহবীলে তাৎক্ষনিক ২৫ লক্ষ টাকার অনুদান প্রদান করেন। সংগঠনের মহাসচিব কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রায়পুর নাগরিক ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা