![লক্ষ্মীপুরে জাল ওকালতনামা জব্দ, দোকান সীলগালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/abnews-24.bbbbbbb_132561.jpg)
লক্ষ্মীপুর, ২৮ মার্চ, এবিনিউজ: লক্ষ্মীপুরে জাল ওকালতনামা বিক্রির সময় সায়েম কম্পিউটার থেকে প্রায় দেড় হাজার জাল ওকালতনামা আটক করেছে আইনজীবি সমিতির নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালত এলাকা থেকে এসব ওকালাতনামা আটক করা করে আইনজীবি সমিতির কার্যনির্বাহী সদস্য এ্যাড. নজরুল ইসলাম মহসিন। পরে আটকৃত জাল ওকালতনামা জব্দ ও দোকান সীলগালা করে দেয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. নুরুল হুদা পাটওয়ারী। এসময় দৌড়ে পালিয়ে যাওয়ায় নাছিরকে আটক করতে পারেনি।
এসব ওকালতনামা আইনজীবী সমিতি ব্যতিত কেউ বিক্রি করার নিয়ম না থাকলেও স্থানীয় প্রভাবশালী নাছির ভেন্ডার নিজ উদ্যোগে তা চাপিয়ে গোপনে বিক্রি করে আসছে। এছাড়া জাল স্টাম্প ও জাল কোর্ট ফি বিক্রি করার অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে। এতে করে হয়ানীর শিকার হচ্ছে অনেকে।
স্থানীয়রা জানায় দ্বীর্ঘদিন যাবত জাল জালিয়াতির মাধ্যমে এসব ওকালাতনামা বিক্রি করে আসছে নাছির। মানুষকে প্রতারণায় ফেলে প্রতিটি ওকালতনামা বিক্রি করছে সাড়ে ৩শ থেকে ৪ শ টাকা পর্যন্ত।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিক্ষুব্দ আইনজীবি সমিতি নেতারা।
এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা