![দুপচাঁচিয়ায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/abnews-24.bbbbbbbb_132562.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ২৮ মার্চ, এবিনিউজ: “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ বুধবার সকালে দুপচাঁচিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, থানার প্রতিনিধি এসআই আব্দুর রাজ্জাক,
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তৌফিক আলম, সদস্য আখতারুজ্জামান তুহিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, ইউএনও অফিসের অফিস সুপার সিরাজুল হক মন্টু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। মেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/তোহা