শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে বিএনপির জাতীয় নির্র্বাহী কমিটির নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে বিএনপির জাতীয় নির্র্বাহী কমিটির নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে বিএনপির জাতীয় নির্র্বাহী কমিটির নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ, ২৮ মার্চ, এবিনিউজ: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক সিনেট সদস্য সাইফুল ইসলাম শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ। কামারখন্দ থানার ওসি আবু ওবাইদা খান জানান, গতকাল মঙ্গলবার সন্ধা রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শিমুলতলা গণস্বাস্থ্য গ্রামীন টেক্সটাইল লি. মিল অভ্যান্তরে দলীয় লোকজন নিয়ে গোপন বৈঠক করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে মিল অভ্যান্তরে অভিযান চালিয়ে শিশিরকে গ্রেফতার করা হয় এবং অনান্যরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, রায়গঞ্জ, তাড়াশ এলাকার বিএনপি ও জামায়াত দলীয় নেতাকর্মী নিয়ে তিনি এই গোপন বৈঠক করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বলছেন, বিএনপির নেতা সাইফুল ইসলাম শিশির ওই মিল কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মিটিং করছিলেন। এ সময় স্থানিয় আওয়ামীলীগের নেতাকর্মীরা সেখানে হামলা করে বিএনপির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শিশিরসহ অনান্য লোকজনকে মারধর করে এবং তাকে আটক করে রাত ১০টার দিকে পুলিশের হাতে সোপার্দ করা হয়। অপরদিকে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিএনপির এই অভিযোগ অস্বিকার করেছেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত