বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট বাংলাদেশী গৃহবধূ

লালমনিরহাটে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট বাংলাদেশী গৃহবধূ

লালমনিরহাটে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট বাংলাদেশী গৃহবধূ

লালমনিরহাট, ২৮ মার্চ, এবিনিউজ: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ময়না বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ সময় দুই জন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বিকালে বুড়িমারী স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে । নিহত ময়না বেগম উপারমারা এলাকার ব্যবসায়ী আবেদ আলীর স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দর থেকে আমদানীকৃত পাথর আনলোড করতে সোনারভিটা এলাকায় যেতে থাকে। ওই সময় মটর সাইকেল যোগে স্ত্রী ময়না বেগম ও পুত্র মিজানুর রহমানকে নিয়ে ওই পথে যাচ্ছিল ব্যবসায়ী আবেদ আলী। ট্রাকটিকে ওভারটেক করতে গেলে ধাক্কায় ছিট পড়ে যায় আবেদ আলী। এ সময় ট্রাকায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী ময়না বেগন। গুরুত্বর আহত হয় সন্তান মিজানুর রহমান। মিজানুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি তদন্ত মো. ফিরোজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত