বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ, ২৮ মার্চ, এবিনিউজ: সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা যুইস গেট মহল্লার আব্দুল মোতালেব (২৭) নামে এক ডিম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে ওই মহল্লার মৃত আবুল কালামের ছেলে। তাকে গ্রেফতারের সময় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে তাকে থানায় নেয়া হয়েছে। শহরের ২নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো.ফিজুর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকেল ৪টার দিকে পুলিশ ওই মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে দির্ঘদীন ধরে ডিম ব্যবসার নামে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো।

এদিকে স্থানীয়রা বলছেন, আগে সে মাদক ব্যবসায় জড়িত থাকলেও প্রায় ৪ মাস ধরে ভালো হয়ে ডিমের ব্যবসা করে আসছিলো। হঠাৎ বুধবার বিকেলে সোর্সের মাধ্যমে পুলিশ মোতালেবের কাছ থেকে টাকা দাবী করে। এসময় টাকা দিতে অস্বীকার করায় ওঁত পেতে থাকা সদর থানার সহ কয়েকজন সিভিল পুলিশ তাকে আটক করে। এসময় এলাকার কয়েকশ’ বিক্ষুব্ধ জনতা মোতালেবকে ছেড়ে দেয়ার দাবী করলে এই ফাঁকা গুলি বর্ষণ করে।

আটক মোতালেবের মা সালমা খাতুন জানান, আমার স্বামী নেই। একমাত্র ছেলে ডিমের ব্যবসা করে সংসার পরিচালনা করে। আগে মাদকের সাথে জড়িত থাকলেও সে এখন ভালো হয়ে গেছে বলে দাবি করেন। এদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. দাউদ বলেন, আটক মোতালেবের কাছ থেকে ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে, গুলি ছোড়ার বিষয়টি এখনও তিনি জানেন না বলে উল্লে¬খ করেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত