![চিতলমারীতে স্কুলছাত্রসহ আহত ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/bagerhat_abnews24_132583.jpg)
বাগেরহাট, ২৮ মার্চ, এবিনিউজ: বাগেরহাটের চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুলছাত্রসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার বারাশিয়া গ্রামের আনোয়ারুল ইসলাম ও আব্দুর রশিদ শেখের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
এ নিয়ে আজ বুধবার সকাল ১০ টার দিকে বিরোধপূর্ণ ওই জায়গায় আব্দুর রশিদ শেখ ঘর তুলতে গেলে খবর পেয়ে আনোয়ারুল ইসলাম ছুটে গিয়ে বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুর রশিদ শেখ (৬৫), ছাদ্দাম হোসেন (২৫), আনোয়ারুল ইসলাম (৪৫), মোমরেজ শেখ (৫৫), স্কুলছাত্র রবিউল ইসলাম (১৫) ও আরমান শিকদার (১৫) আহত হন।
আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আনোয়ারুল ইসলাম জানান, তার ভোগদখলীয় জায়গায় প্রতিপক্ষরা ঘর তুলতে গেলে তিনি বাধা দিলে তাকে ও তার লোকজনকে মারপিট করা হয়।
এ ব্যাপারে আব্দুর রশিদ জানান, আদালত থেকে তিনি ওই জমির রায় পেয়ে ঘর তুলতে গেলে আনোয়ারুল ইসলাম লোকজন নিয়ে বাধা দেন। এ ঘটনায় তাদের উপর হামলা করা হয়েছে। তবে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিএন/এস এস সাগর/জসিম/তোহা