বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলায় দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

ভোলায় দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

ভোলায় দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

ভোলা, ২৮ মার্চ, এবিনিউজ: জনগনের মাঝে পরিবার পরিকল্পনা ও পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি লক্ষ্য নিয়ে “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ'-এই স্লোগানকে সামনে রেখে ভোলায় দুই দিনব্যাপী জনসচেতনতামূলক পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। আজ বুধবার বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদল হক আযাদ এর সভাপত্বিতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমান, জেলা সিভিল সার্জেন রথীন্দ্র নাথ মজুমদার , আইইএম প্রেগাম অফিসার মিজানুর রহমান,চরফ্যাশন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো: কামাল হোসেন,ডা: মো: লুৎফর রহমান সেলিম, ডা:মো: মাসুম, ডা: অচিন্ত কুমাড় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গ্রহনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে পরিবার পরিকল্পনা গৃহীত কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে সবার সহযোগিতা কামনা করেন। তারা আরো বলেন, বাংলাদেশের এমডিজি লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগ অগ্রনী ভূমিকা পালন করছে। এখন এসডিজি লক্ষ্য মাত্রা অর্জনে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ২০০৯ সালের ১.৩৯ % থেকে হাস্র পেয়ে বর্তমানে ১.৩% নামিয়ে আসতে সক্ষম হয়েছে। এছাড়াও মাতৃমৃত্যও শিশু মৃত্যু হারে পরিবারপরিকল্পনা বিভাগ ভালো ভূমিকা রাখছে।

মেলায় মানুষকে অবহিত করার জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন দপ্তরের ২০টি স্টল প্রদর্শন করা হয়। আলোচনাসভার পর জেলা প্রশাসক স্টলগুলো পরিদর্শন করেন। পরে সচেতন দম্পতিদের অংশগ্রহনে কুইজ, স্কুলে শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা শেষে ভোলার বিভিন্ন শিল্পিদের অংশগ্রহনে সংগীত পরিবেশন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে এ মেলা শেষ হবে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত